মন পবনের নৌকা আমার
হাওয়ার তালে
ভেসে চলার মধ্য পথে
আটকে গেছি নারীর জালে !
নারীর মাঝে
নাড়ীর বাধঁন
এক পিঠে হাসির জীবন
অন্য পিঠে কাঁদন !
বোঝে উঠার আগেই আমার
বাধঁন গেছে ছিড়ে
মধ্য সাগর উতাল-পাথাল
ফিরতে বাধা নীড়ে ।
সেই কবিতার চরনগুলো
দারুন কষ্টে লেখা
বাহির দেখে যায়না বোঝা
ভেতর ক্ষত যায়না দেখা !
ঝড়ের মতোন ভালোবাসা
মাতাল কষ্টের ঢেউ
লোনা জলে ভাসছে নৌকা
খোঁজ রাখেনা কেউ !