.উঠোন.

অপেক্ষার উঠোনে আজ
দূর্বাঘাসের চত্বর
তাকিয়ে থাকি অপলক
প্রতিক্ষায়;চলে এসো সত্বর !

.ভালোবাসী.

শাড়ীর আচঁল জলের ঢেউ
এবার নোঙর ফেলো
তুমিতো জানো আর না জানুক
কেউ !