তোমায় চাওয়ার শুরুটা
ভয়ে তাড়ায় পুরোটা .!

কেনো চালাও সমন
কেনো তাকাও অমন !

ভালোবাসার মানুষ আমি
করছো কেনো দমন ?

প্লিজ ! প্লিজ ! প্লিজ !
মনের দামে মনটাতো দাও
দিয়োনা মন লীজ !
প্লিজ !প্রেয়সী প্লিজ ...!