•পরিমান•

চেয়েই গেলাম সারা জীবন
পাওয়ার পরিমান খুবই নগন্য,অল্প
জীবন জুড়েই হতাসা ,যন্ত্রনা
নেই কাব্য ছোঁয়া; আছে দু:খের গল্প !

•বিশ্বাস•

যেখানে বিশ্বাস নাই
সেখানে
ভালোবাসার দাবী
অযথা বৃথাই !

•চাই•

চাই চাই চিৎকারে
মগ্নতা ভাঙ্গে বারে বারে !
নিয়ম এটাই
কেউ জেতে কেউবা হারে।