মেঘে ঢাকা আকাশটা
নিদারুন কষ্টে হয়তো
এখনি কাদঁবে;ঝরাবে জলের নহর ।
অঝর জল ধরে রাখার
অধীকার তার আজ রইলোনা ।
সীমাহীন বলেই !
সীমাহীন ভালোবাসাকেও
প্রেমিক কি পারে ধরে রাখতে ?
কিংবা আয়ত্বে আটকাতে ?
সব কিছুর একটা সীমা থাকতে হয়
লোকগুলো বলে !
সীমাবদ্ধ আকাংখারাই
কেবল হেরে যায় !
আমি জানি;সন্দেহাতিত জানি !
ফুলের পাপঁড়ি ঝরে যাওয়াতে
এক ধরনের পরাজয় আছে
অথচ-
সেই পরাজয়ে লুকিয়ে থাকে
নব জন্মের সম্ভাবনা ।
সে সম্ভাবনাকেই
আজ আমি
ধারন করে আছি...!
আছি বিশ্বাস নিয়ে;তোমাতেই আছি
যদি পাই...!