পরম সুখের দিনগুলো মোর রইলো দূরে
স্মৃতি গুলোই আসছে ফিরে কান্না হয়ে
দ্বীর্ঘায়িত কষ্ট নিয়ে দুর্বিসহ সময় আমার
স্মৃতি ছাড়া আজকে আমার আর কিছু নাই
যেদিন থেকে গেছো তুমি দুর অজানায়
সেদিন থেকে আমার গেছে
সবই গেছে...!