•সুখ-১


কতোকি খোঁজ তুমি
আমার মনতো খোঁজনা
বোঝেও বোঝ তুমি
আমার মনতো বোঝনা !

•কেনোযে

বোঝনা !
মনটা কেনো যে বোঝনা
জানিনা ।

খোঁজনা
আমায় ।হবেনা আরতা
মানিনা !