1.মেয়েটি
সেই মেয়েটি
কমনা হলেও Daily
মিনিট কতেক
আমার কথা ভাবত
মিথ্যে ছলের বাহানাতে
ছিলো তাতে
খাঁটি সোনার
100% Love তো !
2.যদি
যদি কারসাজিটা জানতাম
আমি আগে
ছেড়ে কি দিতাম পেয়েও
আমার ভাগে ?
যা বল্লাম
হয়তো সত্যি ! অথবা রাগে-অনু রাগে।
তোমায় দেয়া রঙিন স্বপন
আজো
হৃদ গভীরে জাগে
কি জানি কি কারনে
শুন্যতায় ব্যাথা ব্যাথা লাগে ।