১.
তুমি আমার সুখ
ছুঁয়ে যাওয়া সুখটা
তুমি আমার প্রেম
খোলে দেখো বুকটা !
২.
তোমাকে পাওয়ার নেশায়
আশায় বাধি বুকটা
তোমাকেই চাওয়া থেকেই
যদি পাই;পেয়ে যাই সুখটা !
৩.
জীবনে তুমি ছাড়া
চাওয়ার আর নেইতো
ভালোবাসা এবং তুমি
আমার চাওয়া এইতো !