বৃষ্টির কাছে আজ ধরা পড়ে গেছে ক্ষণ
ভেজা কোমলতায় ভাজ,
স্থির হয়ে আছে মন!
কবিতারা পাশে রেখে লিখে যায় কাব্য
আষাঢ়ে অঝর আজ
প্রকৃতিতে জলজ নাব্য !
তোমাকে ভাববার ক্ষণ বুঁজি এই তো
ভাবনা-কামনায়
তুমি ছাড়া নেই তো !