আমি বলতে পারি
বলতে পারি আরো
ভালোবাসী
ভালোবাসী
হাতটি যদি ধরো ।
আমি নিতে পারি
দিতে পারি আরো
মনটা দিয়ে
মনটা নিয়ে
যদি একটি বারও হারো।
আমি হাটতে পারি
ধরে প্রেমের সড়ক
ঝাপাতে পারি তুমুল জলে
নিষ্কন্টক তুমি আমার হলে
অপ্রিয়ও নয় নরক !