ঝড় ছিলোনা
ঘর তো ছিলো
পর ছিলে কি মোটে !

ছিলো কালার তোমার অধর
ছিলো মনের বেজায় কদর

এত্তো যে সুখ
কৈ যে গেলো
নিয়েছে কোন ডাকাতে লুটে ?