উপুড় হয়ে রাত
দুপুরে
কাব্য লেখার বান করি
নূপুর তুমার
ঝুমুর ঝুমুর
ছন্দে শূরা পান করি !
স্বপ্নে বিভোর
বোকা প্রেমিক
তোমার নামের গান ধরি
অসাঢ় করে
বসার ঘরে
মিথ্যে ছলে মান করি !
কাব্যতে রোজ
নাব্যতা খোঁজ্
কবি নামে হাত খরি
পনটা আমার
মনটা পেতে
তোর ভাবনায় মাত করি !