মিছে মায়া দিচ্ছে ছায়া
জীবন নদীর বাঁকে,
মিথ্যে আশে সত্য নাশে
ভাবছ আপন কাকে?
দমের বড়াই ধুলোয় গড়ায়
ক্ষণিক সময় বাদে,
লোভ লালসায় মত্ত মানুষ
পড়ছো ভীষণ ফাঁদে!
মাটির দেহ শূন্য খাঁচা
মূল্য নেই এককড়ি,
কর্ম ছাড়া যা সম্পত্তি
বেহুদা মাল খড়ি!
আকাশ ছোঁয়া বাড়ি এবং
জমিন, টাকা কড়ি,
সব বিফলে, ভাসবে জলে
পোষাক, দামি ঘড়ি!
থাকতে সময় হোক বিনিময়
সত্য কাজের কাজি,
মোহ ছেড়ে জগত সাজাও
সুপথে আয় আজই!
ন্যায়ের পথেই মুক্তি মেলে
যুক্তি ফেরায় হুঁশ,
বড়াই, লড়াই ছেড়ে ধরায়
চল ওরে মানুষ!