মন চায় উড়ে যাই
কাছ থেকে দূরে যাই
জোরে আরো জোরে যাই
মেঠো পথ ঘুরে যাই
মন চায় উড়ে যাই!
কোথা যাই কোথা যাই?
আরো পথ হেঁটে যাই
ভাঁজগুলো ঘেটে যাই
আগাছা ছেটে যাই
অন্যায় ঝেটে যাই
স্ব-কালের পেটে যাই
বলদ বোবা খেটে যাই!
দুই'পা চেটে যাই
গুগলের নেটে যাই!
যাই যাই করে রোজ
নীতিটিতি করি খোঁজ
হয় যদি ভূড়িভোজ
করি খোঁজ সেই ডোজ!
এভাবেই দিন যায়
রাতটাও যায় যায়
সমাধান আজ যায়
সাথে মাথা লাজ যায়!
নীতি যায় সবটা
ভীতি খায় জবটা!
অতি লোভে তাতি যায়
গরু ঘোড়া হাতি যায়
নেতা বড় পাতি যায়
দিন ক্ষণ রাতি যায়
সাথে দাদা নাতি যায়
ক্ষণ মাতামাতি যায়
যায় যায় সবই যায়!
স্বপ্ন ও হবি যায়
ফেসবুকে ছবি যায়
কাঁদে ঝুলা কবি যায়
সোম থেকে রবি যায়
হাজ্জাজ ববি যায়
চাঁদ উঠে রবি যায়!
যায় আরো জাত যায়
সুযোগে দু'-হাত যায়
দুর্ণীতি খাত যায়
নির্ঘুম রাত যায়
রুচিভেদ স্বাদ যায়
মাপে পড়ে কাত যায়
যায় দেখো সবই যায়!
যাই চলো দূরে যাই
রাত শেষে ভোরে যাই
জলস্রোত তোরে যাই
পাপতাপ পোড়ে যাই
বেলা শেষে গোরে যাই!
এ যাওয়ায় শেষ নাই?
গ্রাম সিটি দেশ নাই?
স্বস্থির রেশ নাই?
কানা কড়ি ক্যাশ নাই?
বিন্দুও লেশ নাই?
পিড়িতি খেশ নাই!
পীর দরবেশ নাই?
শেষ খোঁজি তবু যাই
যদি কিছু কভু পাই..!