সন্ধ্যের আলেস সময়ে -
মাথার উপর ঘুটঘুটে অন্ধকার,
অন্ধকার হাতড়ে মহাযুদ্ধে নামতে ইচ্ছে হয় কার?
হিম-ঠান্ডা মনকুলোয় চাল ঝাড়ার মতো অস্থির,
আস্ত একটা চাঁদ খুঁজেত বেড়োই-
পথে-পথে সঙ্গী হয় দূরন্ত শিশির।