দেশের নিরন্ন প্রজা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে,
তুমি অন্নদাতা হয়ে সাহায্যের হাত বাড়াও ।
কৃষকের অশ্রু-জলে শহর ও নগর ভাসছে,
বন্ধু হয়ে তুমি পাশে দাঁড়াও, সাহায্যের হাত বাড়াও।
ধর্ষিতা ভিক্ষা চেয়ে খাচ্ছে ঠোকর দোরে দোরে,
ভাই হয়ে তুমি পাশে দাঁড়াও ,সাহায্যের হাত বাড়াও।
অন্ধ রাজা করেছে বন্ধ
দেবালয়ে দোর, ভোরে ভোরে,
তুমি সবার হাতে হাতে সংবিধান তুলে দাও।
দেশের কর্মহীন যুব সমাজ আজ বড়ো অসহায়,
তুমি টর্নেডো ঘূর্ণি হয়ে ঘুরে বেড়াও ।
বাক্- স্বাধীনতা আজ বড়ো অসহায়,
তুমি বাগ্মী নেতা হয়ে রাজার হাড় কাঁপাও।
মৈত্র্য আজ বড়ো অসহায়,
সবাই সবার হাতে হাত রাখো
সবাই সবার পাশে দাঁড়াও।