তোমার মনে হয়তো প্রশ্ন জাগে আমি আজও কিভাবে বেঁচে আছি ?
আমি তোমায় কথা দিয়েছিলাম -তোমাকে ছাড়া আমি বাঁচবো না!
কিন্তু, তুমি দেখছো আজও আমি দিব্যি বেঁচে আছি ,
শুধুই কি বেঁচে আছি, আনন্দ-উল্লাসের সাথে বেঁচে আছি!
আমি আজ জেনেছি এ পৃথিবী পরিবর্তনশীল ,সেই পরিবর্তনশীলতায় আমি নিজেকে পাল্টে নিয়েছি।
হয়তো একদিন আমিও মাটির মানুষ ছিলাম, আজ
আমি শুধুই সার্কাসের ক্লাউন।
যে ক্লাউনটি হয়তো বাজারে বিক্রি হয় না,
কিন্তু বিক্রি হয় শুধুই তার ভাবনা !