রহিঙ্গাদের দেখতে যদি তোমরা সবে চাও
একটু খানি কষ্ট করে উখিয়াতে যাও।
জন্মগত পাপী ওরা করছে পরবাস,
ইচ্ছা মত ওদের জাতকে ধরে করচ্ছে গ্রাস।
চাল নাই চুলা নাই খোলা আকাশের নীচে,
রোগে শোকে মরছে ওরা কলের যাঁতায় পিশে।
বুদ্ধদেবের ইতিকথা গিয়েছে ওরা ভুলে,
তাইতো তারা জ্যান্ত মানুষ দিচ্ছে তুলে শুলে।
এশিয়ার সব মোড়লেরা ঘরের কোনে বসে,
মানবতার করুন ছবি দিচ্ছে ধুলোয় মিশে।
কোথায় রইল ভদ্র সমাজ কোথায় মানবতা,
ওদের জন্য বিশ্ব বাসীর নেইকো মাথা ব্যাথা।
ওগো প্রভু দয়াময় করনা ওদের দয়া,
কেমন করে বাচবে ওরা দেও না ওদের কয়া।