ও ফেরিওয়ালা বাদাম ওয়ালা
মালাই ওয়ালা ভাই,
একটি মালাই দেওনা আমায়
মিষ্টি করে খাই।
আম্মু আমার ব্যাস্ত আছে
সংসারের ঐই কাজে,
তাইতো আমি এসেছি হিতায়
আম্মুর চোখের ফাঁকে।
আব্বু আমার বাসায় নেই
অফিস গেছেন চলে,
পঁয়সা তোমায় দেবো আমি
আব্বু ফিরে এলে।
ও মালাই ওয়ালা বরফ ওয়ালা
ফেরিওয়াল ভাই একটা মালাই
দেওনা আমায় চেঁটে চেঁটে খাই।
এত ডাকি তবু কেন শোননা মোর কথা,
আসলে কি বধীর তুমি না কি তুমি ঠেঁটা।
মালাই যদি না দেও মোরে
বলবো খোদার কাছে,
বাক্স তোমার উল্টে গিয়ে
যায় যেন পরে পিছে।