২১ শে আগষ্ট বেয়ে গেলো
ঢাকার শহর রক্তের বন্যায়,
এ কেমন অন্যান্যয়।
আহাজারী করে কাঁদে মা
মাটি, বুক চাপরে,
কেন ওরা কেরে নিল
আহা মোর বাঁচারে।
ইবলিশ শিঙ্গা হাতে
দেয় বাড়ী ডাঙ্গকায়,
বাতাস ভারী হয়ে
গুমড়ে কাঁদে হায়!
গষীটি গেমব বেঁশে
এমন টায় কেরেছে,
মির্জাফর শেজে ওরা
বোমা-গুরী মেরেেছ।
হালাকু আর চেঙ্গগীশ খাঁ
পরাজয় মেনেছে।
আইভির চোখ বলে
নেই ওদের ক্ষমারে,
আয় সবে দলেবেঁধে
দেই ওদের নড়কে।