উপহাসের পাত্র তারা,
স্বয়ং বিধাতার কাছে।
জন্মগত তারা কৃতদাস।
মৃত্যু তাদের সবচেয়ে
সহজ মুক্তি,
সকল দাসত্ব থেকে।
তাই তারা ঝুঁকি নেয় সহসা।
নির্দ্বিধায় জীবন বেঁচে খায়।
তাও একবেলা।

একবেলা কিস্তি, দুবেলা ঋণ।
খিদের দেনায় জর্জরিত।
ভাগ্য নিয়ে অভিযোগ
তাদের, শতশত অগণিত।
ভাগ্যের কঠোরতায়, ঋণের দায়ে,
হারায় তারা সব।
সব হারালেও, তারা বিশ্বাস করে,
সাথে আছেন তাদের রব।
আর যাদের সাথে ভগবান আছে,
তারা পরজনমে,
আমাদের জীবন পেতে চায়।
দুবেলা-তিনবেলা খেতে চায়।
জেনে শুনে তারা দুর্বল মানুষ হতে চায়!!!