বিদর্ভের সেই দময়ন্তী তুমি নও,
নও তুমি, জোছনাবিবার রাত্রি।
নও তবু অচেনা বিদেশিনী,
নও প্রেমের অভিযাত্রী।
নও তুমি ঝর্ণার গান,
নও পাহাড়ি মেয়ের কঙ্কন।
নও তুমি সুচেতনা,
নও প্রেম হৃদয় অঙ্কন।
নও তুমি চিরসুন্দর,
নও তুমি কল্পনা।
নও তুমি স্বপ্ন,
নও বা মেঘকন্যা।
তবে, তুমি কে?
আমার প্রেমজ্যোতি।
রোহিণীরূপ হাসিতে মুগ্ধ আমি,
ছড়াবো চন্দ্রদ্যুতি।