আমার একজন 'তুমি' আছো।
আগেই তোমায় জানাতাম, 'তোমার কথা'।
কিন্তু বড্ড ভয় পাই,
বিশ্বজগতের অসীমতার মধ্যে আমরা যদি কখনো হারিয়ে যাই?
এমন ভেবেই যেন মনের অজান্তে কখনো কখনো,
বিষাদে ঘরছাড়া হয়ে পড়ি।
তবুও তোমাকে খুঁজতে খুঁজতে,
দিশা যেন না হারাই।
তুমি কি জানো, যে তুমি কতোটা মনোমুগ্ধকর?
তুমি কি জানো? যে তোমায় দেখতে দেখতে
মনে হয় যেন, বিশ্বের সকল সৃষ্টি সুন্দর, তবে তুমি অত্যধিক সুন্দর।
তুমি কি জানো? যে আমার কবিতার প্রতিটি সত্য শব্দ
তোমার নির্ভেজাল হাসির কঠোরতা উপেক্ষা করে
তোমাকে 'তুমি' না ভাবতে পেরে, অর্থদ্যোতকতা হারায়।
শব্দগুলো যেমন আছে তেমনই থাকতে চায়।
ঠিক যেমনটা এখন, তোমার অজান্তে, শুধু তোমার জন্য।