সেদিন তোমার চিঠি পেয়ে,
দু দণ্ড শান্তি পেয়েছিলাম।
কিন্তু সে শান্তি যেন এক
অনন্ত কালস্রোতে ভাসমান।
কখনোই সে শান্তি যে
এ কূলে আসে না। তাও বুঝলাম,
তবে, শান্তির বিপরীতে
প্রেম বিমুখতা কেন বহমান।
বহমান রবে জানি,
এ ধারা চিরকাল। আমার প্রাণে।
শুধুই আজ, চাই
জড়াতে তোমায়, আমার চক্ষু ঋণে।
তুমি দেবে কি তা?
তাও দেবেনা জানি। তবু ভাবি প্রতিক্ষণে,
ছুটে বেড়াও কেন রোজ,
সাদামাটা এই মনে।