সুখীজনের অশ্রু
কেহ বোঝে না, কেন ঝরে।
লোকে শুধুই কাঁদে
দুঃখীজনের তরে।
সুখীজনের হাসিতে
গাঁথা দায়িত্বের বোঝা।
দুঃখীজন ভাবে
সুখী থাকা বুঝি সোজা।
সুখীজনও
কাঁদে। কখনো কখনো।
হয়তো এখনো,
তারা কাঁদে।
কিন্তু দুঃখীজনের কান্নায়
সুখীজনের কান্না, যে আড়ালেই থাকে।