চেয়ে দেখ কবি।
সুদূর অন্তরীক্ষ থেকে, চেয়ে দেখ আজ।
ক্ষুধা মেটাতে সহস্র তরুণ প্রাণ,
ধরেছে তোমার বিপ্লবী সাজ।
তাঁদের তারুণ্যে তোমার উজ্জ্বল প্রতিচ্ছবি।
উপেক্ষিত তাঁদের মাতৃস্নেহের দাবি।
শুনেছি তোমার আঠারোর জয়গান।
প্রমাণ রেখেছে তাঁরা,
রেখেছে স্বাধীনতার সম্মান।
কিন্তু অগ্নিস্নানের উত্তাপে যেন
তাঁরা হৃদয়কে না পোড়ায়।
কারণ, হৃদয়হীন হৃদয়
প্রেমের অধিকার হারায়।
তবু, সুকান্ত ফিরুক বিপ্লবে কলমে,
প্রতিহত হোক প্রতিবিপ্লব।
নিশ্চিত হোক
জাতি - ধর্ম নির্বিশেষে সকলের গৌরব।