ফিলিস্তিনের যে শিশুটি বিষ্ফোরণে শৈশব হারায়,
অস্ত্র দিয়ে যে রাষ্ট্রনায়ক বন্ধুত্বের দুহাত বারায়,
স্বপ্ন দেখা, যে বেকার যুবক, চাকরির খোঁজে দিশা ভোলে,
আমি তাদের মতোই সুখী হতে চাই।
ঢাকা শহরে যে ছেলেটি তিন চাকায় প্যাডেল মারে,
তাপদাহে যে ছেলেটি ক্ষুধার ক্ষোভে ক্লান্তি ভোলে,
ব্যাংকে যেয়ে যে ছেলেটি জমানো টাকার হিসাব খোলে,
আমি তাদের মতোই স্বপ্ন দেখতে চাই।
সহজ সরল যে প্রেমিক প্রেমিকার কাছে প্রশ্নবিদ্ধ,
প্রেমের জটিল সমীকরণে যে যুবক স্বতঃসিদ্ধ,
যে কবি বিরহে পড়ে নিজের এপিটাফ,
আমি তাদের মতোই প্রেমিক হতে চাই।