প্রকৃতির কান্নাভেজা শীতল রাতে,
চাঁদোয়ায় ঢেকে আমরা নিজেদের, আড়ালে।
মিশে যাব, নিঃশব্দের সাথে।
নিঃশব্দে হবে কথা,
মনে মনে, অথবা
কবিতায়।
কেটে যাবে রাত অনিদ্রায়।
সময় রবে আমার মতোই স্থির।
আমার চোখ উপভোগ করবে
- সৌন্দর্য তোমার।
আর সময় - আমাদের ভালোবাসা।