একটি শীতার্ত হৃদয়
অপেক্ষায় বসে আছে।
উত্তরের শীতল বায়ু
তারি দিকে চেয়ে হাসে।
ভোরের ঘন কুয়াশা,
যেন প্রেমিক হৃদয়ের ধোঁয়াশা।
অনিশ্চয়তার মাঝেও কবির মনে,
যেন শত শত কল্প আশা।
সে শীতার্ত হৃদয়
ধূসর মাঝে রঙিন,
আর রঙিনের মাঝে ধূসর।
কার অপেক্ষায় গুনছে যে সে,
নির্জন রাত্রি প্রহর।
প্রস্থান কি এত সহজ!
যদিও চলে যেতেই হয়।
এই চলে যাওয়াই যে
প্রেমিকের মহা ভয়।