তিনি বলেছিলেন,
জ্বলন্ত আগুনকে ঘিরে আমরা সবাই নাচি।
আসলেই তাই,
কখনো কখনো দগ্ধও হই।
পোড়া হৃদপিন্ড আকড়ে ধরে রাখে
কবিতার প্রাণশক্তি।
দগ্ধ কবি মরে না।
বেঁচে থাকে তাঁর মতো।
বেঁচে থাকে ভেতরে বাহিরে
পাঠকের অন্তরে অন্তরে,
কবি, রুদ্রের মতো চিরকাল বয়,
বিরহের বিষাক্ততা।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রতি উৎসর্গ করলাম কবিতাটি।