ক্রমে ক্রমে মৃত্যুর পানে অগ্রসর হচ্ছি।
আমার বুকে বিঁধেছে ঘাতকের বুলেট।
ক্রমে ক্রমে চোখ ঝাঁপসা হয়ে আসছে।
তবু দেখতে পাচ্ছি আমার ভাইদের মুষ্ঠিবদ্ধ হাত।
যেন তাঁরা দুহাতে সূর্যকে ধরে রাখছে।
সূর্যের প্রদীপ্ত আলো, যেন দীপ্তিমান তাঁদের প্রতিটি পদক্ষেপে।
আমার হৃদয় ভারী হয়ে রয়, অপ্রাপ্তির আক্ষেপে।
শুধু জ্বলে আছে অলিন্দ নিলয়ে প্রতিঘাতের স্ফুলিঙ্গ।