বৃষ্টি আমায় কাঁদতে শিখিয়েছিল।
আকাশ শিখিয়েছিল হাসতে।
ওই সুদূর পর্বতচূড়া শিখিয়েছিল আমায়,
তোমায় ভালোবাসতে।
কিন্তু সে ধূর্ত পর্বতের কাছে
আমি প্রতারিত।
আড়াল করেছিলো তাঁর স্রোতস্বিনী কান্না।
তাই, ভুল বশত খুঁজেছি আমি দীন হৃদয়ে পান্না।
আমি প্রকৃতির শিষ্য।
তাই, কঠোরতা শিখেছি শীতের কাছে।
শত দুঃখ, বেদনা, বৈরিতা ভুলে
মনকে বোঝাই, না ছুটতে অতীতের পিছে।
কবি চেতনা ধারণ করে,
বসন্ত রঙে রাঙিয়ে নিয়ে,
তবুও, পুনশ্চ ভুল করে যাই,
সে কল্পিত প্রিয়ার ছবি এঁকে।
প্রকৃতির জন্য, নির্জনে আমি কাঁদতে শিখেছি,
খুঁজে পেয়েছি বাস্তবতা।
তাই, নিঃস্বার্থ প্রকৃতিকে আমি
করেছি নিজের মিতা।