প্রিয় অধিকার,
মাধবী হঠাৎ কখনো আসবে কি না জানি না।
বায়ান্নর রক্ত কবে শুকোবে জানি না।
জানি, একদল প্রতি রাতে সে রক্তের গন্ধ শোকে।
আর একদল তোমার জন্য রক্ত ঝরায়।
প্রিয় অধিকার, এ ফাগুনেও কি হাতছানি হবে তুমি?
সেই শাহবাগের মোড়ে,
তোমার জন্য অধিকার!
দ্বিতীয় দলের কিছু প্রেমিক জড়ো হয়ে আছে,
প্রাণকে সঁপে। তাদের,
এক দাবি! এক দাবি! অধিকার!
ছিঃ অধিকার! তোমার জন্য একদল রাজাকারও
আজ ফাগুনের অপেক্ষায়।
তারাও চায়, কোনো এক ফাগুনে কৃষ্ণচূঁড়ার ফুলে মিশে যেতে।
আমার মতো দেশদ্রোহী কবিও
সেই কাঙ্ক্ষিত ফাগুন চায়,
যা হঠাৎ চলে আসে।