তুমি পৃথিবী হলে,
আমি চাঁদ হতে রাজি।
তোমা তরে দিতে পারি
আমি সর্বস্ব বাজি।
শুধু সুন্দরের অবহেলা
আমায় দিও না।
এ জ্বালা ব্যাকুল কবিমন,
সইতে পারে না।
তুমি পাখি হলে,
আমি মেঘ হতে রাজি।
তুমি মেঘবালিকা হয়ে
উড়ে যাও মনে আজি।
শুধু নিজেকে,
আমার ব্যর্থতা ভেবোনা।
যেন ভাবো আমার লেখা
পদ্য, আর কিছু আড়াল করা বেদনা।