প্রেমের জোয়ারে ভেসে আসে,
যত তিক্ত স্বাদের বেদনা।
কিভাবে করব ভেবে যাই আমি,
আমার ভালোবাসার দ্যোতনা।
ভালোবাসা নাকি যাতনা?
স্বয়ং কবিগুরু এই দ্বিধায়।
আমি এই দ্বিধার অবসান করি,
এ কী আদৌ মানায়?
আমিও তাই, দ্বিধাদ্বন্দ্বে,
হেরে যাই ভালোবেসে।
প্রেমরণাঙ্গণে আমি ক্লান্ত!
আমি পরাজিত দিনশেষে।
আকাশের ঠিকানায়
উড়োচিঠি দিয়ে, পেলাম না তাঁর উত্তর।
ভালোবাসা আমায় পোড়ায় না,
কেবল পোড়ায় আমার অন্তর।