অভাবে মানুষ প্রেম করে।
প্রেমের ক্ষুধায় স্বাধীনতা বেঁচতে যায়।
কিন্তু এই প্রেম ফুরালে,
অবশেষে বেঁচবে কী?
বড়লোকেরা কখনো কখনো
প্রেম কেমন দেখতে যেয়ে,
আসলেই প্রেমে পড়ে।
তখন জমা থাকা সমস্ত প্রেম উজাড় করে দেয়।
কিন্তু সেই প্রেম ফুরালে,
সম্পদ বলতে থাকলো কী?
তখন আমি আর সে,
সমান। দুজনেই দারিদ্র হতাশায়
প্রেমের দুর্নাম গাইব।
মুগ্ধ শ্রোতাদের থেকে
তখন দুর্নাম গেয়ে যা দু-পাঁচ টাকা পাব।
সে টাকা দিয়ে,
হয়তোবা আমার দিন চলে যাবে।
কিন্তু সে বড়লোক ঘরের
সন্তান এত অল্পতে টিকবে কী?
না, হয়তোবা।
আবার, হয়তোবা সয়ে যাবে।
কিন্তু হৃদয়ে যে,
আফসোস তার রয়ে যাবে।
জাত-গরিব বলে, আমার হয়তো আফসোস
থাকবে না। তবে,
থাকবে স্বাধীনতা খোয়ানোর লজ্জা।
রাক্ষুসে ক্ষুধার জন্য
প্রতি পদে অপমানিত হব কেবল।
অভাবের কারণে মানুষ প্রেমকে একটি আশ্রয়স্থল বানিয়ে নেয়। কিন্তু এই প্রেম ভাঙলে, মানুষের কাছে আর কিছুই থাকে না।
ধনী ও দরিদ্র, উভয়েরই প্রেম একইভাবে ব্যর্থ হলেও, তাদের পরিণতি সাধারণত ভিন্নই হয়। ধনীরা হয়তো তাদের সম্পদের জোরে শান্তিতে বাকী জীবন কাটাতে পারবে, কিন্তু তাদের মনে একটুকু হলেও আফসোস থাকবে। অন্যদিকে, দরিদ্ররা আমৃত্যু স্বাধীনতা হারানোর লজ্জায় ভুগবে।
দ্রষ্টব্য: ধনী ও দরিদ্র এখানে অর্থ বিত্তের ভিত্তিতে মূল্যায়ন করা হয়নি।