অনুগ্রহ করে কবিতাটি পরবেন না।
এই কবিতা তার উদ্দেশ্যে লেখা,
কেবলই তার জন্যে।
উচিত নয় অন্য কারো পড়া।
যদিও সে কবিকে হয়তো মনেই রাখেনি,
কবিতাটিও পড়বে না।
কেউ পড়ুক বা নাই বা পড়ুক,
তার মনে তো আর ভালোবাসা জাগবে না।
যদি এমন হতো,
সে ভুললো সব বৈরিতা।
মৌনতা ভেঙে
কোন এক সান্ধ্যে সে ডাকলো আমায়, সে প্রিয় সুচরিতা।
ডাকবেনা জানি, আমার সাধ্য নয় তার মান ভাঙানো।
তাই, চেষ্টা করি না, ভাঙানোর।
আর ইচ্ছেও নেই, আমার
ক্ষুব্ধ হৃদয়, রাঙানোর।