নববর্ষের হরষে মাতিয়া উঠুক,
বিবর্ণ এ ধরা।
দূর হোক সব জীর্ণতা আর
আনন্দের খরা।
সামনে হয়তো আসতে পারে,
দিগন্ত প্লাবিত বান।
সে প্লাবনে বানভাসি হবো, তবু,
রবো চির অম্লান।
হয়তো দিন এভাবেই যাবে,
তবু এ আর মন্দ কী।
মন্দের ভালো হয়েই রব
তাতেই বা ক্ষতি কী...
যা কিছু ভালো, তাই খুঁজে যাই,
পাইনি তবুও খুঁজে।
কী যে ভালো, এ প্রশ্নোত্তর, আমার
মনটা যে না বোঝে।