আমি তখন সদ্য নবজাত।
সদ্য জন্মানো, এক নবীন শত্রু
পৃথিবীর।
পৃথিবীর বিরুদ্ধে প্রতিবাদে
আমার মুষ্ঠিবদ্ধ হাত সগৌরবে তুলেছিলাম।
কেউ তখন বাধা দেয়নি আমায়।
এত যুগ পরে,
হঠাৎ এলো বাধা।
এক কোমল বাহুর স্পর্শ,
আমার হাতের মুঠোতে জমানো প্রেম সব
কেড়ে নিলো সাথে।
কী-বা এমন হতো,
সর্বোচ্চ রক্ত ঝরত লিটার পাঁচেক।
আমি তো অমর রইতাম,
বাঙালির বিপ্লবের ইতিহাসে।
প্রেম না হয় হতো না।
কেউ না হয় অপেক্ষায়,
কাঁদত তিনশত পঁয়ষট্টি দিবসের আবর্তনে।
কেন যে আমি,
এতটা সার্থপর চোখের মায়া ছাড়তে পারলাম না।