আমি কোনো পথিক নই।
তবু ঘুরে বেড়াই, এ শহরের ব্যস্ত রাস্তায়।
আমি কোনো স্বপ্নবাজ নই।
ডানা ভাঙা শালিকের ন্যায়, যে মিথ্যে ডানা ঝাপটায়।
আমি চোখ মেলে স্বপ্ন দেখি
চোখ বুজলে দেখি আঁধার।
আবার কখনো দেখি
চরের মাঝে আমি, চারিদিকে জলাধার।
হাসির মাঝে আড়াল করি,
বিষণ্ণতার সব ছোপ।
কোথায় যেন এক ত্রুটি রয়ে যায়,
ছদ্মবেশ পায় লোপ।
মন যে আজ আমি নই,
আর, আমি আমার মন নই।
আমার যত বেদনার কথা,
তাই, হৃদয়েরে কই।
কিন্তু, হৃদয় যে দাবি তোলে,
সব বেদনা ভোলার।
আরো সে দাবি তোলে,
মনের দুয়ার খোলার।