চারিদিকে মৃত্যু, কেন এত রক্ত, ঝরে তাজা প্রাণ।
অসহায় সত্য, কেন নির্বাক, আজ কেন ম্লান।
স্বপ্নতো দেখেছি কত, হয়েছিলাম সত্যব্রত।
আজ আমিই কেন মিথ্যার স্তুতিতে রত।
আজ প্রভাতে নেই সেদিনের কোলাহল,
সেই একুশের রক্তিম প্রভার আলো।
দেখো খুঁজে চারিদিকে, কোন কাঙালি
বলছে যে আছে ভালো।
কেউ ভালো নেই, খুঁজে দেখো, শান্তি কোথাও নেই।
এত মৃত্যুর মাঝে, আহত মন, আশা তো হারাবেই।
দূর্ভিক্ষের কবি আমি, কাঁক ডাকা ভোরে... অভ্যস্ত
রেখে যাবো সত্যের ভার, অন্যের ঘারে ন্যস্ত।