আজ আর ঘুম হলো না।
ঘুমের দেশে চলছে মিছিল।
যে মিছিলে শত মানুষে সলিল।

ঘুমের দেশের নাগরিক স্বপ্ন দেখে,
সাধারণ সৌন্দর্যে সম্পূর্ণা বিদেশিনীর
উন্নত জীবনে, মধ্যবিত্ত জীবনাভ্যাস ঘোচাবার।
আমিও সে মিছিলে আজ।
মনের রাজপথে ভাগ্য স্বৈরাচার চালায় গুলি।
রক্তাক্ত রাজপথ তবু
শূন্য হয় না।

যারা বেঁচে যায়, তারা ব্যারিকেড করে,
আঙুলে আঙুল রেখে, রাজপথ।
ভাগ্য তখন মেনে নেয় দাবি,
ভেঙে ঘরের চাবি,
মুক্ত হয় বন্দী নাগরিক।
কাঁটাযুক্ত লাল গোলাপ
তখন হয়, দেশের জাতীয় প্রতীক।