একটি গান, লিখতে চাই,
তোমায় নিয়ে।
কিন্তু যখন শোনাতে চাই,
সে সুর যাই ভুলে।
তখন সে গান কবিতারূপে,
করব তোমায় সমর্পণ।
সে কবিতা অন্য কারোর
শোনা যে বারণ।
সে ছন্দ যে, তোমার গানের,
মাত্রা, লয়, তাল।
যখন আমি খুঁজেছি তোমায়,
কেন হও আড়াল।
সে যে তোমার কবিতা,
সে যে হৃদয়ের ভাষা।
আমার প্রেমের অপ্রকাশিত সব,
অন্তহীন আশা।