কেন কবিতা আমায় ভুল বোঝে?
আমার ভালো না খুঁজে,
শুধু খারাপটিই কেন খোঁজে?
কবিতা কি দেখে না?
কত নির্ঘুম রাত কেটে যায়,
কলম ধরে বসে লিখতে লিখতে?
নাকি সে শুধু, দেখে
কিভাবে আমি শ্রীহীন করি,
শুভ্র পৃষ্ঠায় মনকে আঁকতে আঁকতে।
কবিতা তুমি জবাব দাও।
তোমায় প্রশ্ন করা আমার অধিকার।
জীবনের কত ক্ষণ কাটিয়েছি আমি নির্বিকার।
শুধু একটি উত্তরের অপেক্ষায়
প্রহর গুনছি আমি, চাইছি জবাব বারবার।
কে দিলো অধিকার, আমার রাত্রির ঘুম কারবার?