আমার দুচোখ জুড়ে ক্লান্তির ছোপ
তোমার দুচোখে আমার মগ্ন দৃষ্টি।
তোমারও স্বপ্নেও কি আমারি মতো
আমরা দুজন আর এক পশলা ভারী বৃষ্টি।
আমরা দুজন একই ছাতার নিচে
ঠিক অভিন্ন লক্ষ্য নিয়ে।
অব্যক্ত কথাগুলো তখনো না হয়, জমাই রয়ে গেল
গোপনে অন্তহীনে।
কিন্তু,
আসছে ফাগুনে, আসছে শরতে,
দ্বিগুন হতে নয়,
অধিকার চাইতে নয়।
আমার প্রদীপ্ত চাহনি খুঁজবে তোমায়।
খুঁজবে শুধু এক অবিশ্রান্ত মায়ায়।
তখন তুমি কি অনুমতি দেবে, তোমার মায়ায় হারিয়ে যাবার?
কেন যে এসব অজানা আশ্বাস মনে পরিভ্রমে বারবার।