জনশ্রুতি আছে,
তুমি অন্তর্যামী।
তাই যদি হয়,
তুমি পাষাণের পাষাণ।
আশীর্বাদ নেই, কেবল
আমারই ভাগ্যের বেলায়।
যদিও এসেছি পরে
এ দেবালয়ে আমি, পূজিতে তোমায়।