খুব বিরক্ত হলে,
দুচোখ সমুদ্রপাড়ে আশ্রয় নেয়।
তোমার অবাধ্য দুচোখ থেকে
দূরে চলে যায়।
কিন্তু তখন তুমি হানা দাও
সাইক্লোন হয়ে।
আঘাত হানো, আমার অন্তরের
মানুষের উপর।
যেন তুমি আমি কতটা পর,
চিরশত্রু। প্রতি জন্মে,
নিঃসঙ্গতা আমাদের চাওয়া যেন।
কিন্তু তথাগত,
প্রতি জন্মেই
একে অপরের বিপরীতে
মুখোমুখি করে, বিশ্বযুদ্ধ বাধায়।
সুকান্তরা তখন
আমাদের নিয়ে কবিতা লেখে।