ধরাছোঁয়ার বাইরে যে আকাশ,
সে আকাশ তুমি।
তোমার বিস্তর নীলে,
যে ধূসর মেঘের সমারোহ,
তা আমারই চোখের জল।
দখিনা বাতাসে,
যে মুগ্ধ আবহের সঞ্চারণ,
তা আমারই পিয়াস।
আর সে আবহ,
তোমারই হৃদয়ে সঞ্চিত।
বাধা না মানা, যে আকাঙ্ক্ষা,
সে আকাঙ্ক্ষা তুমি।
যেন তুমি, জন্মভূমি।
যার তরে,
আমি অপ্রতিরোধ্য, দুর্বার।
তোমাকে পেতে চেয়েছি আমি যেন,
শত জন্মে শতবার।