হৃদয়ে নীলাকাশ
আকাশেতে তুমি।
অজান্তে তুমি যাও
হৃদয়টাকে চুমি।
মনে খোঁজে
তারারা, তোমার কবিতা।
আমি আজো লিখে যাই,
যদিও পড়বেনা তুমি তা।
স্বপ্নরা ভেসে যায়,
তোমার ভাবনাস্রোতে।
আমি আজো ছুটে যাই
তোমার কল্পনাতে।
গল্পেরা ইশারায়,
আমায় ডেকে যায়।
আমার মন তবু শুধু
তোমাতে হারায়।
হৃদয়ে নীলাকাশ
আকাশেতে তুমি।
অজান্তে তুমি যাও
হৃদয়টাকে চুমি।